নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
 
                                
নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় স্বর্নাল হোসেন নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার শিকারপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত স্বর্নাল উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর এলাকার শিবলু হোসেনের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, বাড়ির পাশেই খেলা করছিল শিশু স্বর্নাল হোসেন। একপর্যায়ে সে সবার অগোচরে আঞ্চলিক সড়কে উঠে পড়ে। এ সময় চাঁচকৈড় থেকে মশিন্দামুখী নছিমনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় সে।
এ সময় স্থানীয়রা এগিয়ে এলে নছিমনটি রেখেই তার চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারসহ যানবাহনটি জব্দ করে। পরে আবেদনের প্রেক্ষিতে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 







 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            

 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
