মনু নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

Sep 28, 2023 - 10:25
Sep 28, 2023 - 16:25
 0  109
মনু নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

খালেদ আহমেদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর পৌর মেয়রের উদ্যোগে ও পৌর কাউন্সিলর জালাল আহমদ এর উদ্যোগে এবং মৌলভীবাজার পৌরসভার আয়োজনে গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে নৌকা বাইচ প্রতিযোগিতা  আরম্ভ হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কাবুল ইসলামের নৌকা, শাহ মোস্তফার তরী।

মনু ব্রীজের নিচ থেকে শুরু করে বলিয়ারবাগ খেয়াঘাটে গিয়ে শেষ হয় ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতা। 

বাইচটিতে অংশগ্রহণ করে, পবন তরী ,মোঃ কবির মিয়া, হাবিবপুর সুনামগঞ্জ, শাহ পরানের তরী, মোঃ ইয়াসিন আহমদ, আমিরপুর,পাঁচগাও, বন্দুকের তরী ,সুমন তরফদার, দিশালোক,মৌলভীবাজার, শাহ মোস্তফার তরী,কাবুল ইসলাম,বড়গাও,মৌলভীবাজার, সোনার তরী, আনোয়ার হোসেন,শান্তি গঞ্জ,সুনামগঞ্জ, সালাউদ্দীনের তরী,মৌ:সালাউদ্দিন,রায়শ্রী,মৌলভীবাজার, শাহজালালের তরী, মোঃলালু মিয়া,আলীতলা,নবীগঞ্জ, পঙ্কিপাল শাহিদুল ইসলাম,বাগউড়া,হবিগঞ্জ। 

সর্বমোট আটটি নৌকা রেজিষ্ট্রেশন করে এবং লটারীর মাধ্যমে প্রথম রাউন্ডে প্রথম বাইচ, দ্বিতীয় বাইচ এবং তৃতীয় বাইচের উত্তর, দক্ষিণ ও মধ্যম নির্ধারণ করা হয়। 

বিকেলে ৫ টায় প্রতিযোগিতা শেষে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে বিজয়ী কাবুল ইসলামের হাতে প্রথম পুরষ্কার হিসাবে একটি আকর্ষণীয় মোটরবাইক তুলে দেন প্রধান অতিথি নেছার আহমদ এমপি, মৌলভীবাজার-৩, দ্বিতীয় স্থান অধিকার কারীদের হাতে একটি রেফ্রিজারেটর এবং তৃতীয় স্থান অধিকার কারীদের হাতে ৩২' স্মার্ট টেলিভিশন তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। 

বিজয়ী দলকে এসময় উপস্থিত জনতা আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে অভিনন্দন জানান। 

ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, পৌর কাউন্সিলর মাসুদ আহমদ, সালেহ আহমদ পাপ্পু, অ্যাডভোকেট পার্থ সারথি পাল প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow