রাবি চারুকলা এ্যালামনাই : বাড়লো রেজিস্ট্রেশনের সময়

Aug 31, 2023 - 23:52
Sep 1, 2023 - 00:11
 0  154
রাবি চারুকলা এ্যালামনাই : বাড়লো রেজিস্ট্রেশনের সময়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা পূণর্মিলনী ও প্রথম এ্যালামনাই ২০২৩ এর রেজিস্ট্রেশন করার সময় বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এই অনুষ্ঠানের সদস্য সচিব, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষক অধ্যাপক এ. কে. এম. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

অধ্যাপক আরিফুল ইসলাম জানিয়েছেন, ‘আজ ৩১ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন করার শেষ সময় থাকলেও অসংখ্য প্রাক্তনীর অনুরোধে সময়টা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ তিনি জানান, আর্ট কলেজ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সকল ব্যাচের প্রাক্তনীদের বিশাল পূণর্মিলনী ও প্রথম এ্যালামনাই উৎসবমুখর করার লক্ষ্যে বিপুল সংখ্যক প্রাক্তনীর উপস্থিতি নিশ্চিত করতে আমরা রেজিস্ট্রেশনর সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত এই রেজিস্ট্রেশন চলবে বলে জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২৯-৩০ সেপ্টেম্বর ২০২৩ (শুক্র ও শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এই পূণর্মিলনী ও প্রথম এ্যালামনাই অনুষ্ঠিত হবে। এই উৎসবকে কেন্দ্র করে চারুকলার প্রাক্তনীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক