নতুন নাটক "মদিনার বিষাদ" মঞ্চস্থ হতে যাচ্ছে আজ ও আগামীকাল
বিশেষ প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঞ্চে এনেছে নতুন নাট্য প্রযোজনা "মদিনার বিষাদ"। আজ রবিবার ও আগামীকাল সোমবার সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের জিয়া হায়দার থিয়েটার ল্যাবরেটরিতে এই নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মীর মশাররফ হোসেন রচিত "বিষাদ সিন্ধু" অবলম্বনে নির্মিত এই নাটকের সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র হযরত ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীরা।
নির্দেশক ড. সৈয়দ মামুন রেজা জানান, এই নাটকের মাধ্যমে আমরা দেখব, ইমাম হাসানের স্ত্রী জায়েদা অর্থের লোভে ও মায়মুনার প্ররোচনায় পরপর তিন বার নিজ স্বামীকে বিষ খাওয়ান। টানা চল্লিশ দিন বিষের যন্ত্রণায় নিদারুণ কষ্ট ভোগ করে ইমাম হাসান শাহাদাত বরণ করেন। মৃত্যুর পূর্বেই ইমাম হাসান জায়েদাকে ক্ষমা করে দেন এবং জায়েদা তাঁকে বিষ পান করিয়েছেন তা সকলের কাছ থেকে গোপন রাখেন। এর পর ইমাম হাসানের শত্রু এজিদ সহস্র স্বর্ণমুদ্রা পুরস্কার ও নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দেয়ার প্রতিশ্রুতি দিলেও জায়েদাকে হত্যা করেন। লোভের বশবর্তী হয়ে স্বামীর প্রাণ হরণকারী জায়েদা শেষ পর্যন্ত নিজের প্রাণও বিসর্জন দেন।
নাটকটির পোশাক ও আলোক পরিকল্পনা করেছেন বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন। সংগীত পরিকল্পনা করেছেন শিহাব, অনিক ও হিমু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া নূরুদ্দিন, ইমাম মাহাদী, মাঈশা, প্রিয়া, আলভি মাহমুদ, ত্রিপুরা ডানা, সজীব, সানী, রিয়া মহন্ত প্রমুখ।
What's Your Reaction?









