মহান মে দিবসে ইঙ্গিত থিয়েটারের পথনাটক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে মহান মে দিবস উপলক্ষে পথনাটক প্রদর্শনী করেছে নাটোরের ৩৭ বছরের ঐতিহ্যবাহী সংগঠন ইঙ্গিত থিয়েটার। বৃহস্পতিবার (১ মে) নাটোর শহরের রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্ম এবং কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে পথনাটক ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
উৎপল দত্ত রচিত ‘স্পেশাল ট্রেন’ নাটকটির নির্দেশনায় ছিলেন এডভোকেট সুখময় রায় বিপ্লু। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সুখময় রায় বিপ্লু, জাফরুল ইসলাম বুলবুল, আশীষ নিয়োগী, এডভোকেট শোভন রায়, আদিত্য, তন্ময় রায়, সজীব সরকার প্রমুখ। অনুষ্ঠানে গণ সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সৈয়দ মাসুম রেজা, দিশা, দেবশ্রী ও আদিত্য।
রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকার অপেক্ষমান যাত্রী, কুলি-শ্রমিক, বিভিন্ন শ্রেণি-পেশার পথচারীসহ সাধারণ মানুষ পথনাটক ‘স্পেশাল ট্রেন’ উপভোগ করে আনন্দ প্রকাশ করেন।
What's Your Reaction?






