বিচারকের দুর্নীতির তদন্ত দাবি, আইনজীবীদের প্রতিবাদ

Nov 26, 2023 - 18:19
Nov 26, 2023 - 21:19
 0  119
বিচারকের দুর্নীতির তদন্ত দাবি, আইনজীবীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে বদলীর আদেশপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শরীফ উদ্দীনের বিরুদ্ধে ঘুষ এবং দুর্নীতির অভিযোগ এনে তা তদন্তের দাবি তুলে প্রতিবাদ সভা করেছেন জেলার সাধারন আইনজীবীদের একাংশ। রবিবার বিকাল আড়াইটার দিকে সাংবাদিকদের ডেকে আইনজীবী সমিতির ভবনের সামনে কয়েকজন আইনজীবী এই দাবি করেন। 

সংক্ষুব্ধ আইনজীবিরা এসময় বলেন, জেলা ও দায়রা জজ শরীফ উদ্দীন নাটোর কোর্টকে দুর্নীতির ভাগাড় বানিয়ে ফেলেছেন। তিনি টাকার বিনিময়ে বিচার বিক্রি করেছেন। ফলে নাটোরের বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।  প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাটোর জজ কোর্টের আইনজীবী রবিউল হাসান, আইনজীবী আলেক শেখ, এড. শহীদ মাহমুদ মিঠু, এড. হাসানুজ্জামান বাপ্পি প্রমুখ।

সম্প্রতি নাটোরের জেলা ও দায়রা জজ শরীফ উদ্দীনকে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিশেষ জজ হিসেবে বদলী করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী মোর্শেদ আল মামুন ভুঁইয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নাটোরের জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীনসহ জেলা ও দায়রা জজ পদ মর্যাদার আরো ৯ বিচারককে বদলী করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে বৃহস্পতিবার (গত ২৩ নভেম্বর) রাতে প্রকাশিত হয়েছে।

এদিকে নাটোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মালেক শেখ বলেছেন, অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকায় জেলা ও দায়রা জজকে বিদায় সংবর্ধনা দেবে না আইনজীবী সমিতি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক