বকুল স্মৃতি থিয়েটারের মে দিবস উদযাপন

May 1, 2025 - 12:43
May 1, 2025 - 23:50
 0  2
বকুল স্মৃতি থিয়েটারের মে দিবস উদযাপন

বাগাতিপাড়া প্রতিবেদক, নাটোর: নাটোরের বাগাতিপাড়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলাদেশ গ্রাম থিয়েটারে সহযোগী সংগঠন বকুল স্মৃতি থিয়েটারের উদ্যোগে মে দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে নয়টায় একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে সংগঠনটি। মিছিলটি স্থানীয় বিহারকোল বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজস্ব কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে মে দিবসের তাৎপর্য আলোচনা ও মে দিবস বিষয়ক গণ সংগীতের আয়োজন করা হয়। স্থানীয় কৃষক-শ্রমিক ও দিনমজুর এবং বকুল স্মৃতি থিয়েটারের সদস্যবৃন্দ দিবসটির নানান আয়োজনে অংশগ্রহণ করেন। 

এ সময় বক্তব্য রাখেন বাংলদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সদস্য মশগুল হোসেন ইতি, সংগঠনটির সদস্য ও গণসঙ্গীত শিল্পী সৈয়দ মাসুম রেজাসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow