নাটোরে সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্টের সমাবেশ

Sep 3, 2025 - 15:47
Sep 18, 2025 - 13:48
 0  5
নাটোরে সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্টের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে প্রান্তীক অঞ্চলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান, ক্ষতিগ্রস্থ কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ, সহজ শর্তে বা বিনা সুদে ঋণ প্রদান, স্থানীয় সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সারের মূল্য কমানো এবং গ্রামীণ ক্ষেতমজুরদের জন্য রেশন চালু করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কৃষক ফ্রন্ট। আজ বুধবার বেলা ১১ টায় নাটোরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে কৃষক ফ্রন্ট জেলা কমিটির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক ফ্রন্ট জেলা সভাপতি মোবারক হোসেন।

সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক দেবাশীষ রায়, কৃষক ফ্রন্ট জেলা সদস্য প্রদীপ হাসদা, দুলাল হাসদা, কোরবান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, "একদিকে কৃষক ফসলের ন্যায্য দাম না পেয়ে ঋণগস্থ হয়ে আত্নহত্যা পথ বেছে নিচ্ছে, অন্যদিকে জলাবদ্ধতায় ফসল লাগাতে না পেরে সর্বশান্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্থ কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপুরণ আর সহজ শর্তে ঋণের ব্যবস্থা না করলে দেশে খাদ্য সংকট তৈরি হবে। "সার -ডিজেল - বিদ্যুৎ সহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির কারণে কৃষকের উৎপাদন খরচ বাড়ছে। কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হাটে হাটে সরকারি ক্রয় কেন্দ্র চালু করে খোদ কৃষকের কাছ থেকে লাভজনক দামে সরকারি উদ্যোগে ফসল কিনতে হবে।"

সমাবেশ শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করা হলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা কৃষকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক