নাটোরে কৃষক ফ্রন্ট এর হাট সভা অনুষ্ঠিত

দেশের প্রতিটি ইউনিয়নে ক্রয়কেন্দ্র চালু করে সরকারি উদ্যোগে খোদ কৃষকের কাছ থেকে সরকার-নির্ধারিত মূল্যে ধান, পাটসহ অন্যান্য ফসল কিনতে হবে।

May 13, 2025 - 19:47
May 15, 2025 - 01:47
 0  3
নাটোরে কৃষক ফ্রন্ট এর হাট সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট এর হাট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে নাটোর সদর উপজেলার হালসা বাজারে এই হাট সভা অনুষ্ঠিত হয়।

কৃষি খাতে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ বরাদ্দ, কৃষি শ্রমিকদের সারা বছর কাজের নিশ্চয়তাসহ বিভিন্ন দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট নাটোর জেলা কমিটির উদ্যোগে এই সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক ফ্রন্টের নাটোর জেলা সভাপতি মোবারক হোসেন।

এসময় বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক দেবাশীষ রায়, কৃষক ফ্রন্টের সদস্য সাহেব আলী, কোরবান আলী, সবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে ক্রয়কেন্দ্র চালু করে সরকারি উদ্যোগে খোদ কৃষকের কাছ থেকে সরকার-নির্ধারিত মূল্যে ধান, পাটসহ অন্যান্য ফসল কিনতে হবে।

হাটসভা শেষে সংগঠনের নেতাকর্মীবৃন্দ আগামী ২২মে জাতীয় প্রেস ক্লাবের সামনে কৃষক সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক