রাবি চারুকলায় পুনর্মিলনী ও প্রথম অ্যালামনাই সম্মিলন উদ্বোধন

Sep 29, 2023 - 13:50
Sep 29, 2023 - 13:51
 0  122
রাবি চারুকলায় পুনর্মিলনী ও প্রথম অ্যালামনাই সম্মিলন উদ্বোধন
রাবি চারুকলা পুনর্মিলনী ও প্রথম অ্যালামনাই সম্মিলনে বক্তব্য রাখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পুনর্মিলনী ও প্রথম অ্যালামনাই সম্মিলন ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় চারুকলা অনুষদের মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২দিন ব্যাপী এই সম্মিলনের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। 

প্রধান অতিথি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার পুনর্মিলনী ও প্রথম অ্যালামনাই সম্মিলনে অংশ নেয়া প্রাক্তনীদের উদ্দেশ্যে বলেন, ‌'আমি চারুকলার শিক্ষার্থীদের সৃজনশীল শিল্পকর্মগুলো দেখেছি এবং মুগ্ধ হয়েছি। পেইন্টিং গ্রাফিক্স ডিজাইন, ভাস্কর্যসহ চারুকলার সকল উপাদানের পাশাপাশি সঙ্গীতও এর অন্তর্ভুক্ত। এক কথায় বলতে গেলে চারুকলা বা ফাইন আর্টস এর ব্যাপকতা অনেক বিস্তৃত।" চারুশিল্পীদের এই সৃষ্টিশীল শিল্পকর্মগুলোকে আমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বসভায় তুলে ধরতে পারলে আমাদের সমাজের রুচির দারিদ্র, সামাজিক নীতি নৈতিকতার যে দারিদ্র আছে তা দূরিভূত করা সম্ভব বলে বক্তব্যে উল্লেখ করেন উপাচার্য। 

চারুকলা অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর অবায়দুর রহমান প্রামানিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ইলিয়াস হোসেন, জীব বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর শহীদুল আলম এবং প্রক্টর প্রফেসর আসাবুল হক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আজ বিকেলে প্রাক্তনীদের স্মৃতিচারন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। আগামীকাল অ্যালামনাই এসোসিয়েশন গঠনকল্পে বিস্তারিত কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন সম্মিলন আয়োজনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক