দেশব্যাপি মব-সন্ত্রাসের প্রতিবাদে বাম জোটের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়া, দেশব্যাপী মব সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়াসহ আসন্ন দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নাটোর জেলা বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে শহরের কানাইখালিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম জোটের জেলা সমন্বয়ক নির্মল চৌধুরি। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক দেবাশীষ রায়, বাসদ জেলা সদস্য সচিব মোবারক হোসেন, সিপিবি জেলা সা: সম্পাদক আলফুজ্জামান, বাসদ জেলা সদস্য আশীষ নিয়োগী। সমাবেশ পরিচালনা করেন সিপিবি নেতা সমসুল রহমান।
সমাবেশে বক্তারা কিছুদিন আগে সংঘটিত কবর থেকে লাশ উঠিয়ে অগ্নিদগ্ধ করা, দেশব্যাপী মসজিদ-মন্দির-মাজারে ভাংচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস ঘটনার বিচার এবং আসন্ন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। এছাড়াও এই সমাবেশ থেকে সাম্প্রতিক সময়ে নাটোরে ডায়রিয়ার প্রকোপ মহামারি আকার ধারণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা।
What's Your Reaction?






