নাটোরে ১৬২তম রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপিত

May 8, 2023 - 20:25
May 9, 2023 - 16:32
 0  13
নাটোরে ১৬২তম রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (৮ মে) সন্ধ্যায় শহরের কাপুড়িয়াপট্টিতে ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর শফিউদ্দিন সরদার মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত ও আবৃত্তি পরিবেশ করেন।

ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে “সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ” শীর্ষক আলোচনা উপস্থাপন করেন নাটোরের শিল্প সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তি চিত্রশিল্পী আবুল আসিফ মার্শাল। পরে বিষয়ভিত্তিক এই আলোচনায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা ও পুলিশ সুপার সাইফুর রহমান। 

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রাকিবিল বারীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী সাইদুর রহমান বাবুল, স্নিগ্ধা রায়, সৈয়দ মাসুম রেজা, ভাবনা তালুকদার, নিপা বসাক ও জেলা শিশু একাডেমির ক্ষুদে শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে তালযন্ত্র বাজিয়ে সহযোগিতা করেন সঞ্জিব চ্যাটার্জি সুমন, মৃন্ময় প্রামানিক, রঞ্জন শীল। এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোট নাটোর এর পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর্যামী কবিতার অংশবিশেষ বৃন্দআবৃত্তি করেন নুর মোহাম্মদ, শেখ নূর হোসেন, মাসুম রেজা ও জামিল আলী।    

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, সিনিয়র সিটিজেন অধ্যাপক সুবীধ কুমার মৈত্র (অলক), অধ্যাপক আব্দুর রাজ্জাক, এড. খগেন্দ্রনাথ রায়, নাটোর প্রেসক্লাবের সভাপতি রফিক উদ্দিন ফরাজী বাবন, ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রধানসহ শিল্পীবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক