আদালতের আদেশ অমান্য করে পুকুর দখল

Aug 29, 2023 - 15:52
Aug 29, 2023 - 21:53
 0  2
আদালতের আদেশ অমান্য করে পুকুর দখল

লালপুর (নাটোর) : নাটোরের লালপুর উপজেলার হাবিবপুর মৎস্যজীবী সমবায় সমিতি ও জলমহাল কমিটির বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেছেন আদালত। উপজেলার জোত রামনাথ জলমহাল চন্দনা খাল(পুকুর) ইজারাকে কেন্দ্র করে এই আদেশ দেওয়া হয়। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই সমিতি ও জলমহাল কমিটির পক্ষ নিয়ে একটি সরকারি খাল (পুকুর) দখল করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজের বিরুদ্ধে। 

জানা যায়, রামপাড়া মৎস্যজীবী সমিতির সভাপতি সুলতান প্রথমে ওই পুকুরটি লিজ পান। তবে তিনি অসুস্থ থাকার কারণে সঠিক সময়ে লিজকৃত পুকুরের টাকা সরাকারী কোষাগারে জমা দিতে পারেননি। পরে হাবিবপুর সমাবায় সমিতির সভাপতি হাফিজুর রহমানকে ওই পুকুরটি লিজ দেন জলমহাল কমিটি বলে জানা গেছে। এর প্রেক্ষিতে ১৭ আগষ্ট রামপাড়া মৎস্যজীবী সমিতির সভাপতি সুলতান বাদী হয়ে নাটোরের সহকারী জজ আদালতে ওই সমিতি ও জলমহাল কমিটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে আদালত ওই আদেশ প্রদান করেন বলে জানা যায়। 

এ বিষয়ে পূর্বের ইজারাদার ও রামপাড়া মৎস্যজীবী সমিতির সভাপতি সুলতান বলেন, সমিতির মাধ্যমে আমি ৫-৬ বছর ধরে এই পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। এবারেও পুকুরটি আমি লিজ পেয়েছি। কিন্তু আমি অসুস্থ থাকার কারণে কয়েক দিন পরে পুকুর লিজের টাকা জমা দিতে উপজেলায় ভুমি অফিসে যায়। আমি অসুস্থ থাকার বিষয়টি এসিল্যান্ড স্যারকে অবগত করি। কিন্তু তিনি আমার নিকট থেকে পুকুর লিজের টাকা জমা নেননি। আমি পুকুর ফিরে পাওয়ার জন্য ১৭ আগষ্ট নাটোরের মাননীয় সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছি। পরে আদালত জলমহাল কমিটি এবং হাবিবপুর সমাবায় সমিতির সভাপতি হাফিজুর রহমানকে পুকুর দখলে যেতে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করে এবং আমাকে না জানিয়ে লালপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজ পুকুর দখল করে হাবিবপুর সমাবায় সমিতির সভাপতি হাফিজুর রহমানকে বুঝে দিয়ে আসেন। আমি বিষয়টি আদালতে অবগত করেছি। 

এ ব্যাপারে বাদী পক্ষের এ্যাডভকেট আতিকুল হক আদালতের নিষেধাজ্ঞার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, আদলাত এবিষয়ে লালপুর উপজেলা সহকারী কমিশনার ভূমিকে শোকজ নোটিশ দিয়েছেন। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজ বলেন, লিজপ্রাপ্তদের পুকুর বুঝে দেওয়া হয়েছে। 

বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, আইন ও বিধি অনুযায়ী পুকুর লিজ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন,আদালতের শোকজ নোটিশের জবাব আদালতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow