নাটোরে গণহত্যা স্মরণে শহীদ সাগর দিবস উদযাপন
 
                                
নিজস্ব প্রতিবেদক, নাটোর: আজ ৫ মে নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলের গণহত্যা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শহীদ সাগর প্রাঙ্গনে শহীদদের স্মরণে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, স্মরণ সভা, কুরআনখানী এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, শহীদ আনোয়ারুল আজিমের ছেলে ডা. আনোয়ারুল ইকবাল, শহীদ গুলজার হোসেন তালুকদারের ছেলে শাহীন আল হাসান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আতাউর রহমান, শহীদ পরিবারের সদস্য অধ্যাপক বাবুল আকতার ও ফরহাদুজ্জামান রুবেলসহ অন্যান্য শহীদদের আত্মীয়-স্বজন, চিনিকলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সমবেত হন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এ দিনে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী চিনিকল অবরুদ্ধ করে তৎকালীন প্রশাসকসহ ৫০ জন কর্মকর্তা-কর্মচারীকে ব্রাশ ফায়ার করে হত্যা করে। শহীদদের স্মরণে দিবসটি 'শহীদ সাগর দিবস' হিসেবে পালিত হয়ে আসছে।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 







 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            

 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
