নাটোর-৪ আসনের উপনির্বাচনে ডা. সিদ্দিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 

Sep 24, 2023 - 17:13
Sep 24, 2023 - 17:15
 0  3
নাটোর-৪ আসনের উপনির্বাচনে ডা. সিদ্দিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের একমাত্র প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৪ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদ উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়। 

জাতীয় সংসদের ৬১ (নাটোর-৪) আসনে প্রার্থী হিসাবে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র উত্তোলন করলেও শেষ দিনে মনোনয়নপত্র জমা দেননি কেউই। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন ১৭ প্রার্থী। কিন্ত শেষ পর্যন্ত একমাত্র সিদ্দিকুর রহমান পাটোয়ারীই মনোনয়ন পত্র জমা দেন এবং দলীয় মনোনয়ন পান। পরবর্তীতে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় একমাত্র প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারিকেই নির্বাচিত নির্বাচিত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট সকাল ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গেজেটে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow