আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

Mar 14, 2024 - 17:45
 0  61
আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫


নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে আদালত চত্বরে সময় আহমেদ নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এসময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সজিবসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে নাটোর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। আহত সময় আহমেদ নাটোর শহরের কানাইখালী এলাকার রাজু আহমেদের ছেলে।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানায় প্রেস ব্রিফিং করেন। এসময় পুলিশ সুপার জানান, সকালে একটি মামলার হাজিরা দিতে নাটোর জজকোর্টে যান সময় আহমেদ। কোর্টে হাজিরা শেষে বেরিয়ে যাবার সময় কতিপয় দুষ্কৃতিকারী সময় আহমেদের উপর হামলা করে তার হাতে কুপিয়ে জখম করে। খবর পেয়ে আদালত চত্বরে অবস্থান করা পুলিশের একটি টিম দুষ্কৃতিকারীদের পাঁচ জনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্রের ৪ (চার) রাউন্ড গুলি, ১ টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার এবং হামলার কাজে ব্যবহৃত তিনটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি আরও জানান, আজকের ঘটনার ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ইতিমধ্যে থানায় এজাহার দায়েরের জন্য উপস্থিত হয়েছেন। এজাহারের ভিত্তিতে আমরা আরও তদন্ত করে দেখবো এদের সাথে আর কারা জড়িত। এছাড়াও যে চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে তার পিস্তলটি উদ্ধার অভিযান চলবে বলে জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, আসামীদের প্রত্যেকের নামে পূর্বের একধিক মামলা রয়েছে। এদের ব্যাপারে ইতিপূর্বেও একাধিকবার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলেও আদালতের মাধ্যমে জামিনে মুক্ত হয়ে পুনরায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে পড়ে।  এ বিষয়ে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
উল্লেখ্য, আহত যুবককে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow