নাটোরে টায়ার জ্বালিয়ে ৪৮ঘণ্টার অবরোধ শুরু

Nov 5, 2023 - 10:12
Nov 5, 2023 - 14:12
 0  2
নাটোরে টায়ার জ্বালিয়ে ৪৮ঘণ্টার অবরোধ শুরু

নিজস্ব প্রতিবেদক, নাটোর: সরকার পতনের ১দফা ১দাবীতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু করেছে নাটোর জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ। রোববার (৫অক্টোবর) সকাল ৬টায় নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের তোকিয়া এলাকার রাজশাহী-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও টায়ারে আগুন জ্বালানোর মধ্য দিয়ে তারা তাদের অবরোধ কর্মসূচি শুরু করে।

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার সারাদেশ ব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে নাটোরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে বেশ কিছুক্ষণ মহাসড়কে বসে পড়ে অবস্থান করে বিএনপি নেতাকর্মীরা। এসময় তারা অবরোধ সফল করতে সরকার বিরোধী বিভিন্ন জ্বালাময়ী শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা মহাসড়কের মাঝখানে একটি টায়ারে আগুন জ্বালিয়ে শ্লোগান দিতে থাকে। এসময় মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার ট্রাকসহ বেশ কিছু যান বাহন থেমে যায়।

বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধে অংশগ্রহণ করেন জেলা বিএনপির অন্যতম সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল রনি, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, বিষয়টি শুনেছি। সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক