নাটোর পৌরসভা কর্তৃক পানির বিল বৃদ্ধিতে বাসদ-এর প্রতিবাদ

হঠাৎ করেই চলতি মে মাস থেকে নাটোর পৌরসভা কর্তৃক পানির বিল বৃদ্ধি করায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর নাটোর জেলা শাখা। মঙ্গলবার বাসদের জেলা আহ্বায়ক দেবাশীষ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এই প্রতিবেদকের কাছে প্রেরণ করা হয়েছে। 

May 6, 2025 - 23:54
May 6, 2025 - 23:56
 0  11
নাটোর পৌরসভা কর্তৃক পানির বিল বৃদ্ধিতে বাসদ-এর প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, নাটোর: হঠাৎ করেই চলতি মে মাস থেকে নাটোর পৌরসভা কর্তৃক পানির বিল বৃদ্ধি করায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর নাটোর জেলা শাখা। মঙ্গলবার বাসদের জেলা আহ্বায়ক দেবাশীষ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এই প্রতিবেদকের কাছে প্রেরণ করা হয়েছে। 

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নাটোর জেলা আহ্বায়ক দেবাশীষ রায় ও সদস্য সচিব মোবারক হোসেন এক যুক্ত বিবৃতিতে বলেন,   "আমরা লক্ষ্য করছি যে নাটোর পৌরসভা কর্তৃক বিভিন্ন পানির বিল বিতরণ করার সাথে একটি পানির বিল বৃদ্ধি করার ঘোষণা সংক্রান্ত নোটিশ বিতরণ করা হচ্ছে এবং তা এই মে মাস থেকেই কার্যকর করার ঘোষণা দেয়া হচ্ছে। আমরা বাসদ এর পক্ষ থেকে এই অযৌক্তিক এবং অত্যন্ত চুপিসারে কোন শুনানি ছাড়াই পানির বিল বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” বিবৃতিতে তাঁরা আরও উল্লেখ করেন, “নাটোর পৌরসভা শতবর্ষী এবং প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও নাগরিক সেবা প্রদানে উদ্যোগহীনতা ও দুর্নীতি-স্বজনপ্রীতির কারণে দেশের সবচেয়ে পিছিয়ে পড়া পৌরসভা। আবর্জনা -ড্রেনেজ, সড়ক বাতি, রাস্তা ঘাট ইত্যাদি ব্যবস্থাপনা কোনটিই নাগরিকদের ন্যুনতম সেবা প্রদানে প্রায় ব্যর্থ। ইতিপূর্বেও নাগরিক সেবা না বাড়িয়ে একতরফা ভাবে এবং নাগরিকদের কোন প্রতিবাদ তোয়াক্কা না করে হোল্ডিং ট্যাক্স সহ অন্যান্য সেবা মূল্য বৃদ্ধি করা হয়েছিল। এবারো অত্যন্ত চুপিসারে , নাগরিকের সাথে কোন শুনানি না করে মূল্য বৃদ্ধির নোটিশ বাড়িতে বাড়িতে বিতরণ করা পৌরসভার স্বৈরতান্ত্রিক মানসিকতার প্রকাশ। নাটোরের পার্শ্ববর্তী অন্যান্য শহরে এবং সারাদেশের বিভিন্ন শহরে পৌরসভর পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করে থাকে। তারা পানি শোধনাগার স্থাপন করে বিশুদ্ধ খাবার পানি বাসা বাড়িতে সরবরাহ করে কিন্তু নাটোর পৌরসভার সরবরাহকৃত পানি মোটেও খবার উপযোগি নয় বরং শহরের কোথাও কোথাও পাইপ লিকেজের কারণে অপরিষ্কার ও গন্ধযুক্ত পানি আসে। বছরের পর বছর ধরে পানি শোধন করার যন্ত্র ফেলে রাখা হয়েছে। ভবিষ্যতের বিশুদ্ধ খাবার পানি সরবরাহের কোন উদ্যোগ পৌরসভার নেই। ফলে হঠাৎ করে পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী।” 

বিবৃতিতে বাসদ-এর পক্ষ থেকে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নাটোর পৌরসভা উন্নয়নে ১২ দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক