"বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা" -তেবাড়িয়ায় মালেক শেখ
 
                                    
নিজস্ব প্রতিবেদক, নাটোর : "যার জন্ম না হলে বাংলা আমার রাষ্ট্রভাষা হত না, যার জন্ম না হলে বাংলা ভাষাভাষি অসংখ্য জাতিগোষ্ঠীর এই বাংলাদেশ হত না সেই আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহাকালের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে শহীদ করেছে দেশবিরোধী পাকিস্তানি এজেন্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর সেই হত্যাকারী ও তাদের দোসররা আজ বিএনপি-জামাতকে সাথে নিয়ে এদেশকে পাকিস্তান বানানোর পাঁয়তারা করছে। ২৩ বছরের স্বাধীনতা সংগ্রামের মূল উদ্দেশ্য সোনার বাংলা গড়া যার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।" আজ বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউয়নের সিংগাইড়দহ বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক শোকসভায় এসব কথা বলেন গণমানুষের নেতা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এম. মালেক শেখ। তিনি আরও বলেন, "আমাদের এক দফা এক দাবী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হতে হবে।"
শোকাবহ আগস্ট মাস জুড়ে নাটোর জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের ধারাবাহিক শোকসভা অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলার ২ নং তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ:সভাপতি এড. সিরাজুল ইসলাম, সহ:সভাপতি এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সহ:সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এড. এম মালেক শেখ প্রমুখ।
তেবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 









 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            

 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
