নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন-মান উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ

Aug 10, 2023 - 18:29
Aug 10, 2023 - 18:31
 0  5
নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন-মান উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গবাদি পশুসহ নানাবিধ উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নাটোরে পরিবারগুলোর মাঝে গরু, ভেড়া হাঁস-মুরগীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকিসহ জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা। 

এসময় প্রাণিসম্পদ উনয়ন প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবারকে একটি করে মোট ২৭২ টি হাঁসের ঘর, ৫৯ পরিবারের প্রত্যেক পরিবারকে ১টি করে ষাঁড় বাছুর, প্রত্যেককে ২০টি করে মোট ৫৪৪০টি হাঁস দেওয়া হয়। এছাড়াও ১৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১টি করে মোট ১৫টি বাই-সাইকেল ও ১২০ জনকে ছাতা ও ব্যাগসহ শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক