নাটোরে ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের হাটসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, জলাবদ্ধতার স্থায়ী সমাধান ও ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে হাটসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে নাটোর সদর উপজেলার মোমিনপুর হাটে এ হাটসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশ সভাপতিত্ব করেন কৃষক ফ্রন্ট জেলা সভাপতি মোবারক হোসেন। হাটসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর নাটোর জেলা আহ্বায়ক দেবাশীষ রায়। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বাসদ এর জেলা সদস্য আশীষ নিয়োগী, দুলাল হাঁসদা, প্রদীপ হাঁসদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
What's Your Reaction?






