নাটোরে এড. হানিফ আলী শেখ এর ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত
 
                                
নাটোর: নাটোরে জেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, নাট্যকর্মী ও দৈনিক উত্তরবঙ্গ বার্তার সাবেক সম্পাদক প্রয়াত এড. হানিফ আলী শেখ এর ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩ এপ্রিল, ২০২৩) পবিত্র কোরআন খতম, কবর জিয়ারত, দোয়া এবং উন্নতমানের খাবার বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
প্রয়াত এড. হানিফ আলী শেখ এর ভাই এড. মালেক শেখ জানান, হানিফ ভাইয়ের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে তাঁর হাতে গড়া প্রতিষ্ঠান দৈনিক উত্তরবঙ্গ বার্তা কার্যালয়ে পবিত্র কোরআন শরীফ খতম পড়ানো হয়েছে। এর পর বাদ জোহর ছাতনীতে কবর জিয়ারত করেন তাঁর পরিবার ও রাজনৈতিক সংগঠনের সহকর্মীসহ এলাকাবাসী।
 
এর পর বিকেলে সরকারী শিশু পরিবারের এতিম শিশুসহ নাটোরের স্টেশন বাজার, স্টেশন প্ল্যাটফর্ম ও ছায়াবানী মোড় এলাকার অসহায় দুস্থ ও রোজাদার ভ্রমণকারী এবং পথচারীদের মাঝে ইফতারের জন্য উন্নতমানের খাবার বিতরণ করেন এড. মালেক শেখ। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক প্রান্তজন এর সম্পাদক সাজেদুর রহমান সেলিম, বাংলাদেশ টেলিভিশনের নাটোর প্রতিনিধি জালাল উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোট-নাটোর এর সাধারণ সম্পাদক ও দৈনিক উত্তরপথ এর নির্বাহী সম্পাদক সৈয়দ মাসুম রেজাসহ অন্যান্য গুণীজন।
ইফতারের পর নাটোরের বিভিন্ন মসজিদে প্রয়াত এড. হানিফ আলী শেখ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 









 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            

 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
