৫৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করলেন মালেক শেখ
                                
নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের নলডাঙ্গা উপজেলার মোট ৫৭টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এম. মালেক শেখ। আজ শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১০টায় নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক মতবিনিময় সভায় এই অনুদান প্রদান করেন মালেক শেখ।
শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ৫৭টি পুজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এডভোকেট মালেক শেখের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগর যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এম মালেক শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মকু, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, পূজা উদযাপন কমিটি নলডাঙ্গা শাখার সভাপতি ও নাটোর জেলা আওয়ামী লীগ সদস্য এড. উদয় কুমার ভট্টাচার্য, পৌর শাখার সভাপতি সঞ্জয় ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক সত্যজিৎ দেবনাথ।
 
এড. মালেক শেখ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সকল শাখার নেতাকর্মীদের প্রতি অসাম্প্রদায়িক চেতনা অক্ষুন্ন রেখে শারদীয় দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন করতে পূজা উদযাপন কমিটিকে সার্বিক সহযোগিতা করতে আহ্বান জানান। 
নলডাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুকুমার সিংহের সঞ্চালনায় প্রধান অতিথি এডভোকেট মালেক শেখ বলেন, বিএনপি-জামাত সংঘবদ্ধগোষ্ঠী যেকোনভাবে শারদীয় দুর্গোৎসবের আয়োজনের শৃঙ্খলা নষ্ট করতে পারে, সেক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে।
মতবিনিময় শেষে উপজেলার মোট ৫৭টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এম. মালেক শেখ।
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                






                                
                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            

                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
