সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা 

Aug 10, 2023 - 18:58
Aug 10, 2023 - 18:59
 0  2
সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা 

লালপুর (নাটোর) সংবাদদাতা: নাটোরের লালপুরের মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের প্রথম বর্ষের পাঁচজন ছাত্রীদের মাঝে কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট ২০২৩) কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বৃত্তিপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক (মানবসম্পদ উন্নয়ন) এস এম এহসানুল করিম তুহিন, জ্যৈষ্ঠ প্রভাষক (কম্পিউটার অপারেশন), আনোয়ারা খাতুন, শিক্ষার্থী হিরা খাতুন প্রমুখ। এ সময় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 
 
বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশুনায় আরো মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই সাথে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসায় সিবিইটি ও সুরভী কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ দেওয়া হয়। সেই সাথে এ ধারা অব্যহত রাখার আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উল্লেখ্য. ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২৩ পঞ্চম বারের মতো অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিইবিটি বৃত্তি পেলো।
এছাড়াও অনুষ্ঠানে ভালো ফলাফল, ক্লাসে উপস্থিতির উপর পুরস্কার ও এইসএসসি (বিএমটি) প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow