শক্তিশালী কালবৈশাখীর আশংকায় কৃষি অধিদপ্তরের আগাম পদক্ষেপ গ্রহণ

Mar 15, 2023 - 01:32
 0  10
শক্তিশালী কালবৈশাখীর আশংকায় কৃষি অধিদপ্তরের আগাম পদক্ষেপ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:

দেশব্যাপি শক্তিশালী কালবৈশাখীর আশংকায় ফসল রক্ষার্থে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিগত ১৩ মার্চ ২০২৩ দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত ”এ সপ্তাহেই দেশব্যাপী কালবৈশাখীর শঙ্কা, রবিশস্য তুলে ফেলার পরামর্শ” শীর্ষক সংবাদের ভিত্তিতে এই সতর্কতামূলক পদক্ষেপসমূহ গ্রহণ করা হয়েছে। 

গতকাল ১৪ মার্চ এ বিষয়ে বেশ কিছু দিকনির্দেশনা সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী স্বাক্ষরিত একটি চিঠি ইতোমধ্যেই সকল আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকসহ সকল জেলা ও উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তাদের প্রতি প্রেরণ করে অধিদপ্তর।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিগত ১৩ মার্চ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত এ সপ্তাহেই ”দেশব্যাপী কালবৈশাখীর শঙ্কা, রবিশস্য তুলে ফেলার পরামর্শ শীর্ষক” সংবাদের প্রেক্ষিতে আগামী ১৫ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এই সময়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করা হয় চিঠিতে। 

ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে গৃহীত নির্দেশনা সমূহ হলো: যে সমস্ত ফসল পরিপক্ক ও কর্তনযোগ্য, সেসব ফসল দ্রুত সংগ্রহ করা; আম, পেয়ারা, পেঁপেসহ অন্যান্য ফলন্ত গাছে খুঁটি দিয়ে শক্ত করে বেঁধে দেয়া; আবহাওয়া দপ্তরের পরামর্শ অনুযায়ী শিলাবৃষ্টি ও বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান এবং ঘরের বাহিরে না যাওয়া। 

এছাড়াও দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি হলে তার তাৎক্ষণিক রিপোর্ট ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট প্রেরণ করা এবং দুর্যোগ কালে সকলকে সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান করা; উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদেরকে আগামী ১৫ই মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে কালবৈশাখীর আশঙ্কার সতর্কতামূলক তথ্য মাঠে ব্যাপক প্রচার-প্রচারণের ব্যবস্থা গ্রহণ করা এবং সেই অনুযায়ী প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow