রাজশাহীতে শহীদ জননী জাহানারা ইমামের ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত

Jun 26, 2023 - 20:32
Jun 28, 2023 - 04:33
 0  5
রাজশাহীতে শহীদ জননী জাহানারা ইমামের ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত

রাজশাহী : শহীদ জননী জাহানারা ইমামের ২৯ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা ও মহানগর। এ উপলক্ষে সোমবার (২৬ জুন) সকাল ৮ :৩০ টায় আলুপট্টিস্থ মুক্তিযুদ্ধ পাঠাগারে শহীদ জননীর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে নির্মূল কমিটির নেতৃবৃন্দ,তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরাবতা পালন করা হয়।

উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব তামিম শিরাজী,জেলা সহ সভাপতি এডভোকেট জোছনা খাতুন, নির্মূল কমিটির মহিলা ইউনিটের সাধারণ সম্পাদক আয়েশা মুন্নী, সহ সভাপতি শামিয়া হক, নির্মূল কমিটির নেতা শাহ আলম বাদশা,চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ  সম্পাদক মামুন রশিদ, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, পাঠাগারের সাধারণ সম্পাদক কামারুল্লাহ সরকার, স্টুডেন্ট ফ্রন্টের সাবেক সভাপতি সায়মা বিথী,স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি মহিউদ্দিন মিঠু, সাধারণ সম্পাদক ইখতিয়ার প্রামাণিক, সহ সভাপতি মাহফুজ হোসেন, সদস্য নাফিউল হক প্রমুখ।

এরপর নেতৃবৃন্দ জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামারুজ্জামানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে তার সমাধীতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,জাতীয় চার নেতা এবং ত্রিশ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নীরাবতা পালন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow