রাজশাহীতে দিনব্যাপী বিভাগীয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

Sep 7, 2023 - 20:19
Sep 7, 2023 - 22:20
 0  126
রাজশাহীতে দিনব্যাপী বিভাগীয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

সৈয়দ মাসুম রেজা : রাজশাহীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় কমিশনারের আয়োজনে দিনব্যাপী বিভাগীয় সাংস্কৃতিক উৎসব (আঞ্চলিক গান) ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী বিভাগের আটটি জেলার সাংস্কৃতিক শিল্পীদের অংশগ্রহণে নিজ নিজ জেলার আঞ্চলিক গান, নাচসহ বিভিন্ন ধরনের আঞ্চলিক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক উৎসব।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ এর ডিআইজি আনিসুর রহমান বিপিএম(বার) পিপিএম(বার) এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার সরকার ওমর ফারুক।

উদ্বোধনী আলোচনা শেষে দুপুর ১২টায় বিভাগের আটটি জেলা নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটের সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক উৎসব শুরু হয়। প্রতিটি জেলা নির্ধারিত ৩০ মিনিট সময়ের মধ্যে তাদের নিজ নিজ জেলার নানান ধরনের আঞ্চলিক গান পরিবেশন করেন। এর মধ্যে আঞ্চলিক গান ছাড়াও গম্ভীরা, আলকাব, কেচ্ছা, জারি, বেহুলার পালা, বিয়ের গীত, মেয়েলি গীতসহ নানান ধরনের সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। সারাদিন ধরে শিল্পকলা একাডেমি মিলনায়তন ও প্রাঙ্গনজুড়ে এক জেলার লোক সংস্কৃতির সাথে অন্য জেলার সংস্কৃতির মেলবন্ধন রচিত হয়।

উৎসব শেষে সকল অংশগ্রহণকারীদের সনদপত্র এবং সকল জেলার জন্য একটি করে স্মারক শুভেচ্ছা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক