বিশ্ব নাট্য দিবস উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

Mar 27, 2023 - 22:17
 0  18
বিশ্ব নাট্য দিবস উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: বিশ্ব নাট্য দিবস ২০২৩ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ মার্চ, ২০২৩) বেলা এগারোটায় নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ 
এই আলোচনা সভার আয়োজন করে। সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। 

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত নাট্য গবেষক অধ্যাপক ড. রতন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা এবং নাট্য দিবসের বানী পাঠ করেন সম্মানিত সহযোগী অধ্যাপক আল্ জাবির। অলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো কামাল উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী  অধ্যাপক জনাব মুশফিকুর রহমান। এসময় মুখ্য আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. রতন সিদ্দিকী নাটকের ইতিহাস ঐতিহ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশ্বব্যাপী ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্ব নাট্য দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে কলা ভবন জিয়া হায়দার থিয়েটার ল্যাবে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow