নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
 
                                
নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরের সদর থানার পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রমজান আলী শেখ (৬৮)’কে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রোববার (২২ অক্টোবর) বিকালে এক অভিযানে শহরের পশ্চিম বড়গাছা এলাকা থেকে রমজান আলীকে গ্রেফতার করা হয়। রমজান আলী শেখ পশ্চিম বড়গাছা এলাকার মৃত কিসমত আলী শেখ এর ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে গোয়েন্দা তথ্য ও বিশেষ প্রযুক্তির ভিত্তিতে কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক, সন্জয় কুমার সরকারের নেতৃত্বে সদর থানাধীন পশ্চিম বড়গাছা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রমজান আলী শেখকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী রমজান আলী শেখকে নাটোর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। নাটোর সদর থানার মামলা নং-৩৪, তাং-২৪/১০/৯৯খ্রিঃ, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০, জিআর নং-৪৩৪/৯৯ (নাট), সেশন-১৪২/২০০০।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 







 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            

 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
