নাটোরে সাংসদের পদত্যাগ দাবীতে মানববন্ধন

Apr 1, 2024 - 14:46
Apr 1, 2024 - 14:47
 0  41
নাটোরে সাংসদের পদত্যাগ দাবীতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের সংসদ সদস্য পদ বাতিলের দাবীতে মানববন্ধন করেছে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ (সাবেক এমপি বকুল সমর্থক) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার(১ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার মালঞ্চি রেলগেট এলাকায় এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহ-সভাপতি দীপক কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব প্রমুখ।

এ সময় বক্তারা সংসদ সদস্য আবুল কালাম আজাদকে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী উল্লেখ করে বলেন, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য দেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী খরচ ১ কোটি ২৬ লাখ টাকা। সেই খরচের টাকা তিনি যেকোন ভাবে দুর্নীতি করে তুলবেন। বক্তারা বলেন, সংসদ সদস্য হয়ে এমন ঘোষনা দেশ বিরোধী এবং দল বিরোধী। এমন এমপি সংসদে থাকার যোগ্যতা রাখেনা। সেকারনে দ্রুত তার সংসদ সদস্য পদ বাতিল সহ দলীয় পদ বাতিলের দাবী জানান বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাটোর ১ আসনের সাংসদ বলেন, ‘নির্বাচনে এক কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে। এটা আমি তুলব, যেভাবেই হোক। এটুক অন্যায় আমি করবোই। আর করব না।’ এই বক্তব্যের পর নাটোরসহ জাতীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক