নাটোরে যথাযথ মর্যাদায় প্রয়াত নেতা হানিফ আলী শেখ এর মৃত্যুবার্ষিকী পালিত

Aug 12, 2023 - 16:01
Aug 12, 2023 - 16:01
 0  52
নাটোরে যথাযথ মর্যাদায় প্রয়াত নেতা হানিফ আলী শেখ এর মৃত্যুবার্ষিকী পালিত

নাটোর প্রতিবেদক: নাটোরে যথাযথ মর্যাদায় জেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, নন্দিত জননেতা, সাংবাদিক, থিয়েটার কর্মী, ছোটগল্পকার ও আইনজীবী এড. হানিফ আলী শেখ এর দ্বাদশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে প্রয়াত হানিফ আলী শেখ এর ছোট ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মালেক শেখ এর উদ্যোগে দৈনিক উত্তরবঙ্গ বার্তা পত্রিকা কার্যালয়ে পবিত্র কোরআন খতম, কবর জিয়ারত, বাদ জোহর দিঘাপতিয়া বালিকা শিশু সদনে দোয়া খায়ের ও অভিভাবকহীন শিশুদের সাথে উন্নত মানের খাবার পরিবেশনের আয়োজন করা হয়। এসময় এড. মালেক শেখ নিষ্পাপ শিশু কন্যাদের মাঝে নিজ হাতে খাবার পরিবেশন করেন।

দিঘাপতিয়া বালিকা শিশু সদনে আয়োজিত দোয়া খায়ের অনুষ্ঠানে নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এড. সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দস এমপি, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সহ: সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, সহ: সভাপতি এড. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন, বাংলাদেশ টেলিভিশনের নাটোর প্রতিনিধি জালাল উদ্দিন, দৈনিক প্রান্তজন এর সম্পাদক সাজেদুর রহমান সেলিম, দৈনিক উত্তরপথ এর নির্বাহী সম্পাদক সৈয়দ মাসুম রেজাসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রয়াত এড. হানিফ আলী শেখ তাঁর জীবোদ্দশায় নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন রাজনীতিতে নিবেদিত থেকে নাটোরের অবিসংবাদিত রাজনীতিবীদ বাবু শংকর গোবিন্দ চৌধুরী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিশেষ আস্থাভাজন ছিলেন। এছাড়াও তিনি নাটোর থেকে প্রকাশিত দৈনিক উত্তরবঙ্গবার্তা পত্রিকার সম্পাদক এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি স্থানীয় ইংগিত থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি, আবৃত্তি পরিষদ গঠনের উদ্যোক্তা এবং ছোটগল্পকার হিসেবে নাটোরের শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর সুখ্যাতি রয়েছে।

২০১১ সালের এই দিনে (১২ আগস্ট, শুক্রবার) প্রথম প্রহরের রাত ১টা ২০ মিনিটে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় বলিষ্ঠ এই রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃত্যুবরণ করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক