নাটোরে মেয়রের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Aug 1, 2023 - 19:24
Aug 1, 2023 - 22:25
 0  13
নাটোরে মেয়রের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম শিমুলের উপস্থিতিতে পৌর মেয়র ও তার ভাতিজা ছাত্রলীগ নেতার ওপর নির্মম হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে পৌর আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে নলডাঙ্গা পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. সিরাজুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগরে যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এড. এম. মালেক শেখ। 

প্রধান অতিথি শরিফুল ইসলাম রমজান নলডাঙ্গা থানার ওসি কে উদ্দেশ্য করে তাঁর বক্তব্যে বলেন, "দুইদিন পেরিয়ে গেলেও মামলা রেকর্ড করেন নাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই ধৈর্য্য ধরে আছি। ‌যদি আজকেই এই মামলা রেকর্ড করে সিসিটিভি ফুটেজ দেখে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন না করেন তাহলে এই সিসিটিভি ফুটেজ আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা করবো - প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছেও পাঠানো হবে।"

বিশেষ অতিথি এড. মালেক শেখ বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে জয়ী একজন জনপ্রিয় পৌর মেয়রকে কিভাবে একজন নৌকা প্রতীক নিয়ে জয়ী সংসদ সদস্য এমন নির্মম হামলাকে প্রশ্রয় দিতে পারেন।" তিনি আরও বলেন, '১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ইপিআর - পরবর্তীতে বাংলাদেশ পুলিশ যে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছিল সেই পুলিশ বাহিনীর সদস্য হয়ে নলডাঙ্গা থানার ওসি সাহেব সাধারণ মানুষের কাছে আস্থা হারিয়েছেন। সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে সাংসদের উপস্থিতিতে হামলার সময় পুলিশের নিশ্চুপ ভূমিকা দেখে। 

দুইদিন পেরিয়ে গেলেও এই হামলার মামলা রেকর্ড না করাকে পুলিশের পক্ষপাতমূলক আচরন বলেও উল্লেখ করেন বক্তারা।

এর আগে স্বাগত বক্তব্যে নলডাঙ্গা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, গত ৩০ জুলাই সন্ধ্যায় নলডাঙ্গায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নাটোর -২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে আমাকে ও আমার ভাতিজা উপজেলা ছাত্রলীগের সদস্য শাহরিয়ার ইসতিয়াক শিশির এর উপর অস্ত্র নিয়ে সস্ত্রাসী হামলার প্রতিবাদে এমপি শিমুলসহ তার অনুসারীদের গ্রেফতারের দাবী জানাই। 

পরে এক বিক্ষোভ মিছিল নলডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রমুখ।

উল্লেখ্য, ৩০ জুলাই বিকালে একটি অনুষ্ঠানে আসার পথে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও তার অনুসারীরা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনিরের ভাতিজা শাহরিয়ার ইসতিয়াক শিশির ও তার সঙ্গী সেন্টু কে পিটিয়ে জখম করে।ওই দিন সন্ধ্যা পৌনে ৭ টায় অনুষ্ঠান থেকে ফেরার পথে এমপি শিমুলের কাছে নালিশ করতে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে মেয়র মনির আসে।এসময় এমপি শিমুলের নেতৃত্বে তার অনুসারীরা অস্ত্র নিয়ে মেয়র মনিরুজ্জামান মনিরের উপর হামলা করে।বক্তারা এ ঘটনায় তীব্র প্রতিবাদ নিন্দা জানান।এ ঘটনায় গত ৩০ জুলাই রাতে মেয়র মনিরুজ্জামান মনিরের বড় ভাই শরিফুল ইসলাম বকুল বাদী হয়ে এমপি শিমুলসহ ১৮ জনের নামে মামলা দায়ের করেন।কিন্ত এ মামলা এখনও নথিভুক্ত করেনি থানা পুলিশ।মামলাটি দ্রুত নথিভুক্ত করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান।এ দাবী না মানলে থানা ঘেরাও কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow