নাটোরে পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই
 
                                
নলডাঙ্গা (নাটোর) প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় পিস্তল ঠেকিয়ে জাহাঙ্গীর নামের এক পেঁয়াজ ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের হাঁপানিয়া হতে বাঁশভাগ সড়কের আলমের মোড়ে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ভুক্তভোগির নাম জাহাঙ্গীর আলম (৩৮)। তিনি উপজেলার বাঁশভাগ মধ্যপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে এবং একজন পেঁয়াজ ব্যবসায়ী।
নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের হাঁপানিয়া থেকে পেঁয়াজ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মোটরসাইকেল যোগে বাঁশভাগস্থ নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় হেলমেন্ট পরা ৪-৫ জন যুবক জাহাঙ্গীরের পথরোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখায় এবং লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। এসময় জাহাঙ্গীরের কাছে থাকা ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে স্থানীয়রা উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
হাসপাতালে চিকিৎসাধীন পেঁয়াজ ব্যবসায়ী জাহাঙ্গীর গণমাধ্যমকে জানান, বাড়ি ফেরার পথে বাঁশভাগ পূর্বপাড়ার জাকির তার দেখিয়ে দিলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে পিস্তল দেখিয়ে রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এক পর্যায়ে বাঁশভাগ মধ্যপাড়ার রেজাউল তার কোমরে থাকা ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এরপর এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে বলে জানান পেঁয়াজ ব্যবসায়ী জাহাঙ্গীর।
এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, একজন পেয়াঁজ ব্যবসায়ীর ২লাখ টাকা ছিনতাই হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থল থেকে পিস্তলের একটি ম্যাগজিন পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে জানা যাবে কারা কিভাবে ঘটনাটি ঘটিয়েছে।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 









 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            

 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
