নাটোরে তিন ফসলি জমিতে অবৈধ পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন

May 18, 2023 - 20:38
 0  9
নাটোরে তিন ফসলি জমিতে অবৈধ পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন
নাটোরের কানাইখালীতে অবৈধ পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন। ছবি- মাসুম রেজা

নিজস্ব প্রতিবেদক : নাটোরে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসনের মাধ্যেমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মানবধিকার কমিশন নাটোর জেলা শাখা। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের কানাইখালীস্থ প্রেসক্লাব এলাকায় অবৈধভাবে পুকুর খননের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বিভিন্ন উপজেলা থেকে আসা মানবাধিকার কর্মীরা বক্তব্য প্রদান করেন। 

বক্তারা বলেন, উচ্চ আদালত এবং প্রধানমন্ত্রীর হুঁশিয়ারী থাকা সত্বেও মাটি খেকো দস্যুরা নাটোর জেলা জুড়ে অবৈধভাবে পুকুর খননের মহোৎসব শুরু করেছে। মহোৎসবের সাথে ক্ষমতাশীন দলের নেতাকর্মী, সাংবাদিক ও অসৎ কতিপয় সরকারী কর্মকর্তা কর্মচারী এবং মাটি খেকো ব্যবসায়ীরা সক্রিয়ভাবে যুক্ত। এরা মসজিদ, মাদ্রসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং স্কুল ও ইটভাটার কথা বলে দেদারসে বিভিন্ন মানুষের কাছে মাটি বিক্রয় করছে। এক ট্রাক্টর এসব মাটির দাম ১৫শত টাকা থেকে ২হাজার টাকা মূল্যে বিক্রি করছে। 

বক্তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে নাটোর জেলার সকল উপজেলার অধিকাংশ ইউনিয়ানে সিন্ডিকেট করে ফসলি জমিতে মাটি খনন অব্যাহত রয়েছে। এদের বাধা বা নিষেধ করতে গেলে সাধারণ মানুষকে হুমকিসহ বিভিন্নভাবে লাঞ্চিত হতে হচ্ছে। অবৈধ চক্র শক্তিশালী হয়ে সমাজের অবক্ষয় টেনে আনছে। কোন কোন স্থানে ইউএনও অথবা সহকারি কমিশনার (ভূমি) এক্সকেভেটর(ভেকু) মেশিনের ব্যাটারী এবং কোন কোন ক্ষেত্রে এস্কেভেটর জব্দ করলেও কয়েক ঘন্টার মধ্যে মুচলেকা প্রতিজ্ঞাপত্র দিয়ে তা ছাড়িয়ে আবারও জমিতে পুকুর খনন করছে। 

বাংলাদেশ মানবধিকার কমিশনের নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক সুবীর বর্দ্ধন মুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবধিকার কমিশনের নাটোর জেলা কমিটির সভাপতি এড. সোহেল রানা, বাংলাদেশ মানবধিকার কমিশনের নাটোর জেলার উপদেষ্টা অশোক ভদ্র, সমাজকর্মী ও বিশিষ্ট সাংবাদিক, ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, বাংলাদেশ মানবধিকার কমিশনের সদর উপজেলা কমিটির সভাপতি এড. আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মিলন, শেফালী বিজলী, বাংলাদেশ মানবধিকার কমিশনের লালপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, বাংলাদেশ মানবধিকার কমিশনের বড়াইগ্রাম উপজেলা উপজেলার সহসভাপতি পারুল আকতার প্রমুখ।

মানববন্ধন শেষে বাংলাদেশ মানবধিকার কমিশন নাটোর জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক