জাতীয় শিশু দিবসকে সামনে রেখে বাগাতিপাড়ায় শিশুদের ছবি আঁকা উৎসব অনুষ্ঠিত

Mar 19, 2023 - 13:30
Mar 26, 2023 - 02:54
 0  18
জাতীয় শিশু দিবসকে সামনে রেখে বাগাতিপাড়ায় শিশুদের ছবি আঁকা উৎসব অনুষ্ঠিত
ভোর হলো সাংস্কৃতিক বিদ্যায়ের আয়োজনে ছবি আঁকা উৎসবে ছবি আঁকছে বাগাতিপাড়ার কোমলমতী শিশুরা

সাংস্কৃতিক প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের ছবি আঁকা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্তর্ভুক্ত সংগঠন বকুল স্মৃতি থিয়েটার পরিচালিত শিশু সংগঠন ‌'ভোর হলো' সাংস্কৃতিক বিদ্যালয়ের আয়োজনে ও লোকজ বাংলা'র সহযোগিতায় এই ছবি আঁকা উৎসবে ১৫জন শিশু অংশগ্রহণ করে। আজ শনিবার (১১ মার্চ ২০২৩) বিকালে শিশুরা তাদের মনের মতো উন্মুক্ত বিষয়ের ছবি আঁকে।

ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের সভাপতি ও বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম ফারুক পিন্টু আয়োজনটি সম্পর্কে বলেন, ''গত ডিসেম্বর থেকে আমাদের এলাকার কোমলমতী শিশুদের জন্য ছবি আঁকা শেখানোর উদ্যোগ নেন রাজশাহী বিশ্বদিব্যালয়ের চারুকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও নাটোরের লোকজ বাংলা'র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাসুম রেজা। তাঁর প্রচেষ্টায় এই অঞ্চলের শিশুরা তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। শিশুদের এই শিল্পচর্চাকে আরও এক ধাপ উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে আমাদের এই আয়োজন।''

ছবি আঁকা উৎসব সম্পর্কে ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের ছবি আঁকার প্রশিক্ষক সৈয়দ মাসুম রেজা বলেন, ''আসন্ন জাতীয় শিশু দিবসকে উপলক্ষ করে আয়োজিত এই উৎসব কোন প্রতিযোগিতা নয়। আমরা আমাদের সন্তানদের প্রতিযোগিতামূলক মানসিকতার বাইরেও নিজেকে বিকশিত করা ও সকলের সামনে নিজের প্রতিভার স্বাক্ষর রাখার জন্য এই ধরনের আর্ট ক্যাম্প বা ছবি আঁকার উৎসবে অংশ নেয়ার প্রয়োজনীয়তা অনুভব করতে শেখার সুযোগ সৃষ্টি করে দিচ্ছি।'' 

সৈয়দ মাসুম রেজা আরও বলেন, ''আমার নিজের প্রতিষ্ঠান 'লোকজ বাংলা' নাটোর সদর উপজেলায় এই ধরনের একটি ছবি আঁকার উৎসব আয়োজন করতে যাচ্ছে আগামী ২১ মার্চ ২০২৩। বাগাতিপাড়ার ভোর হলো'র শিশুদের আঁকা ছবির সাথে লোকজ বাংলার উৎসবে অংশ নেয়া শিশুদের আঁকা ছবি যুক্ত করে আগামী ২৩ থেকে ২৬ মার্চ ২০২৩ একটি আর্ট এক্সিবিশন আয়োজনের ইচ্ছা আছে। আমাদের এই প্রয়াস শিশুদের প্রযুক্তিগত আসক্তি থেকে দূরে রাখতে এবং নিজের শিল্পীস্বত্বা নিয়ে জীবন গড়তে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সৈয়দ মাসুম রেজা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow