করোনাকালীন অসহায় মানুষের বন্ধু হয়ে পাশে ছিলেন মানবিক নেতা মালেক শেখ

Oct 8, 2023 - 21:28
Oct 8, 2023 - 21:32
 0  14
করোনাকালীন অসহায় মানুষের বন্ধু হয়ে পাশে ছিলেন মানবিক নেতা মালেক শেখ
করোনাকালীন অসহায় মানুষের মাঝে সহায়তা সামগ্রী তুলে দিচ্ছেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি নাটোর এর সাধারণ সম্পাদক এড. এম মালেক শেখ। ছবি: দৈনিক উত্তরপথ।

নিজস্ব প্রতিবেদক, নাটোর : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে গোটা পৃথিবী ছিল কার্যত অবরুদ্ধ। অনেক দেশ মুক্ত বাতাসে বেরুতে শুরু করলেও বাংলাদেশ তখনো অনিশ্চয়তায়। ভাইরাসটির কারণে দেশজুড়ে ছিল পরিবার-পরিজন হারানোর আতঙ্ক। ইতোমধ্যে স্বজন হারিয়েছেন অনেকেই। ২০১৯ এর মার্চের শুরুতে প্রাদুর্ভাব শুরুর পর ২৬ মার্চ থেকে চলা অঘোষিত লকডাউনে গোটা দেশ বিপর্যস্ত হয়ে পড়ে।

সারা দেশের মতো নাটোরেও অসহায় হয়ে পড়ে হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষ। সরকারের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়িক প্রতিষ্ঠান, এমনকি ব্যক্তি উদ্যোগে অসহায়দের সহায়তা কার্যক্রম ছিল চোখে পড়ার মতো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তখন প্রতিটি নির্বাচনি এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বগণ। তেমনি করোনাকালীন নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার অসহায় মানুষের পাশের ছিলেন নন্দিত জননেতা, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক এড. এম মালেক শেখ।  

করোনাকালীন হতদরিদ্রদের মাঝে এবং সেই সময়ে যারা প্রকাশ্যে সাহায্য নেননি তাদেরকে সহায়তা করেছেন, তাদের মাঝে প্রয়োজনীয় ঔষধসহ সুরক্ষাসামগ্রী বিতরণ করেছেন।

করোনাকালীন স্থানীয় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরিতে বিপন্ন মানুষের সহায়তায় অক্সিজেন সিলিণ্ডার, মাস্ক ও স্যানিটাইজারসহ সুরক্ষা সামগ্রী তুলে দিচ্ছেন নাটোরের মানবিক নেতা এড. এম মালেক শেখ। ছবি: দৈনিক উত্তরপথ।

নাটোর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধুষিত এলাকায় করোনায় অসহায়, দরিদ্র, শ্রমজীবী, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের মাঝে, চাল, ডাল, তেল, লবণসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন এড. মালেক শেখ। এছাড়াও নাটোরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীতে "বিপন্নের পাশে" নামক সংগঠনের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত রুগীদের শ্বাসকষ্ট লাঘবের প্রচেষ্টায় এড. মালেক শেখ তাঁর নিজ তহবিল থেকে রেগুলেটরসহ অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ নানান সুরক্ষাসামগ্রী প্রদান করেন। সাধারণ শ্রেণী-পেশার প্রায় সহস্রাধিক অসহায় মানুষের জন্য খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ সহায়তার মাধ্যমে তাদের পাশে থেকে জুগিয়েছেন মনোবল ও বাঁচার আগ্রহ।

এ ব্যপারে জানতে চাইলে এড. এম মালেক শেখ দৈনিক উত্তরপথকে বলেন, “গ্রামাঞ্চলে অনেক মানুষ রয়েছেন যাদের অধিকাংশই সহজ-সরল। তারা করোনায় অভাবে থাকলেও মানুষের কাছে হাত পাততে সংকোচ করতেন। দুস্থসহ এই শ্রেণির মানুষের তালিকা তৈরি করে বিভিন্ন খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি।” তিনি আরও বলেন, করোনায় মানুষের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিয়েছি।

এড. মালেক আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন করোনাকালে দেশের একটি মানুষও না খেয়ে থাকবে না। নেত্রীর সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করার জন্য প্রধানমন্ত্রীর পাশাপাশি আমার ব্যক্তিগত উদ্যোগে আমাদের প্রতিটি নেতাকর্মীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অসহায় মানুষের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের চেষ্টা করেছি।”

উল্লেখ্য, এড. এম মালেক শেখ বর্তমানে নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি নাটোর এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম(আসাফো) নাটোর জেলার সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নাটোর জেলার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে যুক্ত রেখেছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক