রাজনগরে ৫ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
 
                                
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগরে ওলিলা গ্রুপ ও রাজনগর সংসদীয় আসন পূর্ণ:বহাল কমিটির যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫ শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ ৮ই এপ্রিল(শনিবার) বিকাল ৩টায় রাজনগর জেলা পরিষদ মিলনায়তনে ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খানের সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা আব্বুল্লাহ আল সাম্মুর সঞ্চালনায় এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা জিল্লুর রহমান।
এ সময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মো. টিপু খান, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য জিয়াউর রহমান জিয়া, মুন্সী বাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, মনসুর নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাদিকুর রহমান ও আওয়ামীলীগ নেতা ফয়সল আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, জেলা শ্রমীকলীগের সহসভাপতি কায়েস আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
প্রধান অতিথি ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান বলেন, সাধারণ মানুষের পাশে থাকা এটা আমার পারিবারিক ভাবেই প্রচলিত। তাই আনুষ্ঠানিক অনাষ্টানিক ভাবে সব সময়ই এই কার্যক্রম আমাদের চলমান থাকে। প্রতিটি উৎসব ছাড়াও সারা বছর আমি চেষ্টা করি মানুষের পাশে থেকে তাদের ভালবাসার কিছুটা হলেও প্রতিদান দিতে ।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 







 
                                                                                                                                             
                                                                                                                                            

 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
