নাটোর-১ আসনে আ’লীগের ১৯ জনের মনোনয়নপত্র জমা

Nov 21, 2023 - 18:34
Nov 21, 2023 - 23:35
 0  174
নাটোর-১ আসনে আ’লীগের ১৯ জনের মনোনয়নপত্র জমা

লালপুর (নাটোর) প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনে আওয়ামী লীগের  মনোনয়নপত্র জমা দিয়েছে ১৯ জন মনোনয়ন প্রত্যাশী। বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সহ নাটোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা দুজন শালা ও দুলাভাই বলে জানা গেছে। 

অন্যদিকে নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভকেট আবুল কালাম আজাদ সহ শহীদ মমতাজ উদ্দিনের ছেলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর আওয়ামীলীগের মনোনয়নপত্র দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানা গেছে। এর দু'জন আপন চাচা ও ভাতিজা। 

আরো যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন,নাটোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য কর্ণেল (অব:) রমজান আলী সরকার,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুর রহমান,যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক আরিফুল ইসলাম উজ্জ্বল, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক,নাটোর জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায়,বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হোসেন,লালপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কাজী আসিয়া জয়নুল বেনু,বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য কামরুজ্জামান খোকন বিশ্বাস,বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ব্যারিস্টার জাকারিয়া হাবিব, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রওশন আলম সুরুজ, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ওয়াহেদ মোল্লার কন্যা সুলতানা পান্না,বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল হক,বাগাতিপাড়া  উপজেলা ছাত্রলীগের সভাপতি, নাজমুল হাসান নাহিদ,পাঁকা ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি এস এম হুমায়ুন কবির।

এছাড়া নাটোর ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল সহ জাসদ নেতা মোয়াজ্জম হোসেন তাদের নিজ নিজ দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow