নাটোরে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভা অনুষ্ঠিত
বর্তমানকালে নাটোরসহ সারাদেশে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি ও নারী অধিকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক, নাটোর: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নাটোর জেলা শাখার আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ মে) বিকেল ৫টায় নাটোর সদর উপজেলার হরিশপুর বটতলা বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমানকালে নাটোরসহ সারাদেশে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি ও নারী অধিকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নাটোর জেলার আহ্বায়ক আলেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলরুবা নুরী এবং বাসদ এর জেলা আহ্বায়ক দেবাশীষ রায়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা ফোরামের সদস্য রুবিনা খাতুন, জেলা মহিলা ফোরামের সদস্য সচিব জয়া নিয়োগী, জেলা সদস্য মায়া রানী, মর্জিনা খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
What's Your Reaction?






