নাটোরে যাথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
 
                                
নাটোর প্রতিবেদক: নাটোরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার(১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে সকাল থেকেই নানান আয়োজন উদযাপিত হয়।
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন- নাটোর-২ আসনের সংসদ মো. শফিকুল ইসলাম শিমুল, জেণা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরি জলি, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জজ কোর্টের পিপি সিরাজুল ইসলামসহ সরকারি-বেমরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়াও শোকাবহ ১৫ আগস্টে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন, নীরবতা পালন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও উন্নত মানের খাবার বিতরণ করেন নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মালেক শেখ।
এদিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর-২ আসনের সংসদ মো. শফিকুল ইসলাম শিমুল এর আয়োজনে বঙ্গবন্ধু ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক বিশাল শোক সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে, শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা আওয়ামীগের আয়োজনে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যদায় পালন করে।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 









 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            

 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
