নাটোরে বাম জোটের প্রতিবাদ সমাবেশ

Aug 18, 2025 - 19:53
Aug 26, 2025 - 03:55
 0  10
নাটোরে বাম জোটের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরের সিংড়ায় সনাতন ধর্মীয় মন্দিরে অগ্নিসংযোগসহ সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ আগস্ট) উপজেলার লালোর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি মন্দিরে অগ্নিসংযেগের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এর প্রতিবাদে আজ বিকাল ৫টায় নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বাম গণতান্ত্রিক জোট নাটোর জেলা কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম জোটের জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সভাপতি নির্মল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি জাতীয় পরিষদের সদস্য চন্দন সিদ্ধান্ত, বাসদ জেলা আহ্বায়ক দেবাশীষ রায়, বাসদ জেলা সদস্য সচিব মোবারক হোসেন, সিপিবি সদস্য আশিক রহমান এবং বাসদ জেলা কমিটির সদস্য আশীষ নিয়োগী।

সমাবেশে বক্তারা বলেন, '২৪ এর গণঅভ্যুত্থানের পরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনসহ দেশের শতাধিক মাজারে হামলার ঘটনা ঘটলেও সরকার কোন কার্যকর পদক্ষেপ নেয়নি। সেকারণেই এর এক বছর পেরিয়ে গেলেও এধরনের অপর্কম করে চলেছে কিছু সুযোগ সন্ধানী ও উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠি। লালোরসহ সারাদেশের এই দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবী জানান বাম জোটের নেতারা।

বক্তারা আরো বলেন, একের পর এক মবসন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনা ঘটলেও সরকারের নিষ্ক্রিয়তা ও এর পক্ষে সম্মতি উৎপাদনের কারণেই তা আজ মহামারি হয়ে দেখা দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক