বরেন্দ্র প্রেসক্লাব নির্বাচনে নিহাল খানের মনোনয়ন পত্র উত্তোলন

Sep 5, 2023 - 19:48
Sep 10, 2023 - 03:49
 0  115
বরেন্দ্র প্রেসক্লাব নির্বাচনে নিহাল খানের মনোনয়ন পত্র উত্তোলন

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নির্বাচনে দপ্তর সম্পাদক পদে সাংবাদিক নিহাল খান মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনের লক্ষ্যে এরই মধ্যে তফসীল ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে নির্বাচন।

এদিকে, নির্বাচনী তফসীল ঘোষণার পর থেকেই সরগরম হয়ে উঠেছে রাজশাহী মহানগরী ও জেলার গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণির মানুষ। কে হবেন সভাপতি আর কে সাধারণ সম্পাদক? সেই সাথে অন্যান্য পদে কারা আসতে পারে এবার, এমনই জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টা থেকে  প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।ফরম বিতরণ চলে দুপুর ২টা পর্যন্ত।

এদিন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত সচিব মীর তোফায়েল হোসেন ছন্দের নিকট থেকে দপ্তর সম্পাদক পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তরুণ সাংবাদিক নিহাল খান। তিনি বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত সকাল পত্রিকার রাজশাহী প্রতিনিধি ও নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিন এর সম্পাদক।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে নিহাল খান বলেন, আমি ভোটারদের ভালোবাসা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে প্রেসক্লাবের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবো এবং সকল সদস্যের বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করব।  

এছাড়া প্রেসক্লাবের সকল সদস্যসহ সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

উল্লেখ্য,নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বরেণ্য শিক্ষাবিদ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা,সহকারি নির্বাচন কমিশনার পদে রয়েছেন এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন ও এডভোকেট জ্যোতিউল ইসলাম শাফী।

প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক রাজশাহীর আলো'র সম্পাদক-প্রকাশক আজিবর রহমান।

সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবেন, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শ্যাম দত্ত,রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক চৌধুরী মাহমুদ হাসান খান ইতু ও মাইটিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু।

নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন,বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান,রাজশাহী মহানগর জাসদের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলী,রাজশাহী মহানগর সিপিবি'র সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল,রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী এবং চ্যানেল আইয়ের সিনিয়র স্টাফ রিপোর্টার আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow