নাটোরে মে দিবসে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে মহান মে দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বেলা এগারোটায় নাটোর শহরের নিমতলা মোড়ে এ কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নাটোর জেলা শাখার এই আয়োজনে নাটোরের শ্রমিক ফ্রন্টের নেতাকর্মী ও সাধারণ খেটে খাওয়া মানুষ অংশগ্রহণ করেন।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নাটোর জেলা শাখার সভাপতি আশীষ নিয়োগীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদের জেলা আহ্বায়ক দেবাশীষ রায়, জেলা সদস্য সচিব মোবারক হোসেন, মহিলা ফোরামের জেলা আহ্বায়ক আলেয়া বেগম, শ্রমিক ফ্রন্টের সদস্য সন্ধ্যা পাহাড়ি এবং ছাত্র ফ্রন্টের সদস্য তিষ্যা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মে দিবস শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রামের দিন। কিন্তু শ্রমিকদের কর্মস্থলে ৮ ঘণ্টা শ্রমসময় নিশ্চিত হলেও ন্যুনতম ন্যায্য মজুরি আজও নিশ্চিত হয়নি। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
What's Your Reaction?






