ভিত্তিহীন নীতিমালা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে বাইকারদের মানববন্ধন 

Mar 11, 2023 - 01:09
Mar 11, 2023 - 01:22
 0  97
ভিত্তিহীন নীতিমালা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে বাইকারদের মানববন্ধন 

রাজশাহী প্রতিনিধি: ভিত্তিহীন সকল নীতিমালা প্রত্যাহার ও বাইকারদের অধিকার আদায়ের দাবিতে রাজশাহীতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১০ মার্চ) সকাল ১০ টায় রাজশাহী নগরীর অলোকার মোড়ে রাজশাহী বাইকার্স ক্লাব'র (RBC) আয়োজনে রাজশাহী ও রাজশাহীর পার্শ্ববর্তী জেলার বিভিন্ন বাইকার সংগঠনের শতাধিক সদস্যরা এই মানববন্ধন কর্মসূচিতে উপস্হিত ছিলেন।

কর্মসূচিতে কে আর বাইক সেন্টারের  সত্বাধিকারী কে.আর. কোয়েল, ঘোস্ট রাইডার্স স্টেশন, রাজশাহী'র  ব্যবস্থাপনা পরিচালক পিয়াস জিআরজেড, মোটরসাইকেল ভ্যালী বাংলাদেশের সিইও আবু সাঈদ মাহমুদ হাসান, নিলয় মটরস রাজশাহী'র ম্যানেজার আনোয়ার পারভেজ ও নেসকো কর্মকর্তা আসিফ উল বাশার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রাজশাহী বাইকার্স ক্লাব (RBC) এর সভাপতি মোঃ আব্দুল আওয়াল'র সভাপতিত্বে কর্মসূচি থেকে বাইকার বিরোধী সকল অযৌক্তিক খসড়া নীতিমালা প্রত্যাহার এবং পদ্মা সেতু ও কর্নফুলী টানেল বাইক চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow