নবধারা বিদ্যা নিকেতনে ক্রীড়া- সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী 

Mar 12, 2023 - 00:43
 0  105
নবধারা বিদ্যা নিকেতনে ক্রীড়া- সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী 

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সুনামধন্য বিদ্যাপীঠ নবধারা বিদ্যা নিকেতনে শনিবার (১১ মার্চ) দুপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
প্রতিষ্ঠানটির মূল বিষয়বস্তু 'চর্চায় শিক্ষক' এমন প্রতিপাদ্যকে সামনে রেখেই স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আ’লীগ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা অফিসার এম,এ,এস রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক ও নবধারা বিদ্যা নিকেতনের পরিচালক বিজয় কুমার।

এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অন্যতম সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্য বলেন, পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় শতভাগ সাফল্য  প্রতিষ্ঠানটিকে আরো বেগবান করে তুলবে বলে মন্তব্য করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,  উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার বিপ্লব, প্রভাষক আলমগীর , সাংবাদিক  প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী, শিক্ষা অফিসার এমএ জাহিদ ইবনে (সাগর), রাজিউর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রি, অভিভাবক এবং সাংবাদিকরা। 
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির গুনি প্রধান শিক্ষক ফারমুন্নাহার লাবনী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow